নতুন নেতৃত্ব তৈরি করতে চান হাথুরু

0

দ্বিতীয় দফায় বাংলাদেশের হেড কোচ হয়ে আসা হাথুরুসিংহের সামনে এবার নানা রকম চ্যালেঞ্জ। আর তার অন্যতম কারণ দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি চাইছে তার জাদুর কাঠির পরশে খোলনলচে বদলে যাবে টাইগাররা।

হাথুরুও এসে বেশ তোড়জোর শুরু করেছেন। এবার তিনি জানালেন বিকল্প নেতৃত্ব তৈরি করা নিয়ে তার নিজের ভাবনার কথাও।

‘লিটন, মিরাজ ও শান্ত ওখানে ছিল। তাসকিন ও ফিজ ছিল জিমে। অ্যাটিচিউট, নিজেদের প্রস্তুত করা ও ড্রেসিংরুমের আচরণের দিক থেকে তারা এখন এগিয়ে এসেছে। পারফর্ম্যান্সের দিক থেকেও তারা বাংলাদেশ ক্রিকেটের পরের ধাপের নেতৃত্ব দিতে পারে। ’

মানুষ কী চিন্তা করে সেটা ভেবে লাভ নেই বলেই মনে করছেন এই শ্রীলঙ্কান কোচ। তিনি বলেছেন, ‘আমার একটা শক্তির জায়গা হচ্ছে, আমি জানি কী চাই। আমি সেটার পেছনেই যাই যেটা আমি চাই। আমি আত্মবিশ্বাসী নিজের ঠিক বিশ্বাসের ব্যাপারে। ছোটবেলা থেকেই এটা আমার শক্তির জায়গা।’

নিজের বেড়ে ওঠা  এবং চরিত্র গঠনের গল্পটাও শোনালেন হাথুরু। অকপটে বললেন, ‘আমার বাবা ছিলেন সেনাবাহিনীতে আর মা নার্স। শুরুতে আর্মি বাবার কঠোরতা দেখেছি, পরে নার্স মায়ের কোমলতা। আমার ধরন মনে হয় ওখানেই গড়ে উঠেছে। আমি মানুষের সঙ্গে সৎ। যেটা হয়, সেটাই বলি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here