কক্সবাজারের পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামে দুই লবণচাষীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোদাইল্যাদিয়া ও রাজাখালী ৭ ওয়ার্ডের ছরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিদারুল ইসলাম কোদাইল্যাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে ও মোহাম্মদ আরফাত ছরিপাড়া এলাকার মোহাম্মদ জামালের ছেলে।
এদিকে, মৃত আরফাতের স্বজনরা জানান, একইভাবে ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।
মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।