আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের চেয়েও উন্নত ‘আইরন ডোম’ তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনব। ‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ তৈরি করব, যা ইসরায়েলের আইরন ডোমের চেয়েও উন্নত হবে।”
ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতা বিশ্বকে ‘পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে কেবল আমিই পারি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে’।”
এ সময় তিনি বিশ্বে গৌরবময় নতুন শান্তি আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সূত্র: আল জাজিরা