আলি খালিজকে হারিয়ে কিংস কাপের ফাইনালে আল নাসের

0

আলো ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভাগ্যকেও পেলেন পাশে। দুই অর্ধে তার দুই গোলের মাঝে জালের দেখা পেলেন সাদিও মানেও। আলি খালিজকে সহজেই হারিয়ে কিংস কাপের ফাইনালে উঠল আল নাসের। 

রিয়াদে বুধবার (০১ মে) রাতের সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছে আল নাসের। মৌসুমে প্রথম শিরোপার লক্ষ্যে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোরা। শেষ চারের প্রথম ম্যাচে গত মঙ্গলবার আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসেরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি। সহজ জয়ের পথে এগিয়ে যায় তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।

৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় আল খালিজ। যদিও শেষ পর্যন্ত কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি তারা।  এই প্রতিযোগিতায় আল নাসের তাদের ছয় শিরোপার সবশেষটি জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। সবশেষ ফাইনাল খেলেছিল তারা ২০১৯-২০ মৌসুমে; সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসেরের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here