টি-টোয়েন্টি বিশ্বকাপ: দল ঘোষণা নেপালের

0

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল নেপাল ক্রিকেট দল। সেবার কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়ে যায় এশিয়ার দলটি। ১০ বছর পর এবার ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে নেপাল।

বুধবার (১ মে) বিশ্ব আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলটিকে নেতৃত্ব দেবেন ওয়ানডে এবং টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক রোহিত পাউডেল।  চার পেসার এবং দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে নেপাল। দুই স্পিন অলরাউন্ডারের পাশাপাশি আছেন একজন পেস অলরাউন্ডার। এছাড়া বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন ছয়জন।      
  
নেপালের বিশ্বকাপ দল:
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল বুর্থেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং এইরে, ললিত রাজবংশী, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সন্দ্বীপ জোরা, অবিনাশ বোহরা, সাগর ধাকাল, কমল সিং এইরে।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here