ছয় অলরাউন্ডারকে নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক স্পিনার রশিদ খান।
রশিদের সাথে আফগানিস্তানের বিশ্বকাপ দলে অলরাউন্ডার তালিকায় রাখা হয়েছে আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত এবং নাঙ্গিয়াল খারোতে।
স্পিন বিভাগে রশিদের সঙ্গী মুজিব উর রহমান ও নুর আহমেদ। দলের প্রয়োজন স্পিনার হিসেবে দক্ষতা আছে নবি ও খারোতের।
আফগানিস্তানের পেস আক্রমণ সামলাবেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি হাসমতুল্লাহ শাহিদি ও ওপেনার হজরতুল্লাহ জাজাইর।
রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় সেদিকুল্লাহ অটল ও সালিম সাফির সাথে আছেন জাজাই।
৪ জুন নবাগত উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমারজাই, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতে, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।
রিজার্ভ খেলোয়াড় : হজরতুল্লাহ জাজাই, সেদিকুল্লাহ অটল ও সেলিম সাফি।