বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ

0

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তান্ডবে ট্রলার থেকে পড়ে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজ জেলে ভোলা জেলার চরফ্যাশনের চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি জেলে পেশার কারনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য বন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারের ইঞ্জিন চালক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এফবি তিমুল ফারজানার মালিক মো. বেল্লাল হোসেন কাজী জানান, ঘটনার পরপরই নিখোঁজ জেলেকে উদ্ধারে জন্য ট্রলার নিয়ে সাগরে খোঁজখুজি অব্যহত রেখেছে। এছাড়া ওই জেলের স্বজনদের সাথে নিয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here