সরকারি আদেশ অনুযায়ী টেক জায়ান্ট অ্যাপল চীনের অ্যাপ স্টোর থেকে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরিয়েছে। চীনা সরকার দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দিয়েছে।
রয়টার্সের খবর অনুসারে, হোওয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপের মালিক মেটা। শুধুমাত্র অ্যাপ স্টোরের চীনা শাখায় এই পরিবর্তন আনা হয়েছে। তবে, অন্যান্য অঞ্চলের বাসিন্দারা এখনো এই দুটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
তবে, চীনে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ-এর পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটা অ্যাপগুলো অ্যাপ স্টোরে বিদ্যমান থাকবে। এমনকি ইউটিউব ও এক্স-এর মতো অ্যাপগুলোও এখনো ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে চীনে।