ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুমকি

0

ফৌজদারি ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের আদালত। এমনকি এই জরিমানা করার পরও তিনি আদালত অবমাননা থেকে বিরত না থাকলে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেয়ার অভিযোগে করা মামলার বিচারকাজের সময় এ নির্দেশ দেন বিচারক। ফৌজদারি ঘুষ মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত থাকার আদেশ জারি করেছিলেন আদালত। খবর রয়টার্সের।

পরের শুনানিতে ট্রাম্পের অন্যান্য পোস্টের জন্য তাকে আরও জরিমানা করা হবে কিনা, তা বিবেচনা করবেন বিচারপতি জুয়ান মার্চান। ট্রাম্পকে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এবং প্রচারাভিযানের ওয়েবসাইট থেকে সেসব বিবৃতি মুছে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, আদালতের আদেশ অমান্য করলে যুক্তরাষ্ট্রে ৩০ দিনের কারাদণ্ডের বিধান রয়েছে। ফলে নতুন এই অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশও দিতে পারবেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here