চীন সফরে গেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জনপ্রিয় মাইক্রো ব্লুগিং সাইট এক্সেরও (সাবেক টুইটার) সিইও।
রবিবার চীন সফরে যান মাস্ক। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনে টেসলার গাড়িতে সম্পূর্ণ স্বচালিত প্রযুক্তি (ফুল সেলফ ড্রাইভিং—এফএসডি) যুক্ত করার বিষয়ে আলোচনার জন্য দেশটিতে গেছেন তিনি।
টেসলার স্বচালিত গাড়িসংশ্লিষ্ট অন্তত ১৩টি দুর্ঘটনা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের এই প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের দিন কয়েকের মাথায় চীন সফরে গেলেন মাস্ক। সূত্র: বিবিসি