সুন্দরবনে তাপমাত্রার রেকর্ড, দেখা মিলছে না বন্যপ্রাণীর

0

অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বন্যপ্রাণীদের নাভিশ্বাস উঠছে। 

এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ম্যানগ্রোভ বন সন্নিহিত বাগেরহাটের মোংলায় তাপমাত্র সর্বকালের রেকর্ড ভেঙে  ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। জেলাজুড়ে বয়ে যাওয়া অতি তীব্র দাবদাহের মধ্যে মঙ্গলবার বিকাল ৩টায় ২০ মিনিটে মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩০ শতাংশ। 

সুন্দরবন বিভাগ বলছে, প্রচণ্ড গরমে সুন্দরবনের বন্যপ্রাণীরাও ভালো নেই। দিনের সুন্দরবনের প্রকৃতির পাহারাদার রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ অন্যান্য প্রাণীগুলো বনে গহীন অবস্থান করছে। বন অফিসগুলোর কাছেও আসছে না বন্যপ্রাণীরা। বনরক্ষীদের নিয়মিত টহলদলের চোঁখেও পড়ছে না কোন বন্যপ্রাণী। দিনের বেলায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সেড থেকে বের হয়ে কোন হরিণ, কুমির, বিলুপ্ত প্রজাতির বাটাগুড় বাচকা কচ্ছপগুলোও খাবার খাচ্ছে না। 

বাগেরহাট পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত দুসপ্তাহ ধরে সুন্দরবনে তীব্র তাপদাহে বন্যপ্রাণীদের নাভীশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে বন অফিসগুলোর কাছেও আসছেনা না বন্যপ্রাণীরা। সুন্দবনের পর্যাটন স্পাটসহ নদী-খালের আশপাশেও বনরক্ষীরা দেখতে পাচ্ছেনা না কোন ধরনের বন্যপ্রাণী। রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ অন্যান্য প্রাণীগুলো বনে গহীন অবস্থান করছে। দিনের বেলায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সেড থেকে বের হয়ে কোন হরিণ, কুমির, বিলুপ্ত প্রজাতির বাটাগুড় বাচকা কচ্ছপগুলোও খাবার খাচ্ছে না। তীব্র তাপদাহ পরিস্থিতিতে সুন্দরবনের বণ্যপ্রাণী গহীন বনে অবস্থান করছে। 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here