নাটোরে হিটস্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

0

নাটোরে ভুট্টা জমিতে কাজ করার সময় হিটস্ট্রোকে মো. খাইরুল ইসলাম (৫০) নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত. মো. খাইরুল ইসলাম (৫০) একই উপজেলার উজানপাড়া এলাকার মো. আব্দুর রহমান ছেলে। তিনি একজন সৌদি প্রবাসী।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আমাদের কাছে সকাল ১১ টার দিকে খবর আসে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। পরে তার মৃত্যুর সকল প্রক্রিয়া আমাদের একজন মাঠকর্মী সংগ্রহ করেন। সবকিছু শুনে আমাদের কাছে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা যেতে পারেন।

 নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here