ইউক্রেন সফরে গিয়ে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আরো সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি ইউক্রেনের জয়ের সম্ভাবনা তুলে ধরে আরো দ্রুত অস্ত্র সরবরাহের ডাক দেন। যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করেন ন্যাটো মহাসচিব। তিনি স্বীকার করেন যে, যথেষ্ট অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাসে রক্ষণাত্মক অবস্থান নিয়ে আসছে।
কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর স্টলটেনবার্গ এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধ সম্পর্কে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন। আত্মসমালোচনার সুরে তিনি স্বীকার করেন, যে ন্যাটোর সহযোগীরা ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিতে বিফল হলে ইউক্রেনের মানুষকেই তার মূল্য চোকাতে হয়। তাঁর মতে, শুধু অ্যামেরিকা নয়, ইউরোপের সহযোগী দেশগুলিও প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারেনি।
সোমবার জার্মানি দশটি মার্ডার ইনফ্যানট্রি ফাইটিং ভেহিকেলসহ আরো সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা করেছে। তার মধ্যে দ্বিতীয় স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম ও গেপার্ড এয়ার ডিফেন্স ট্যাংক ও আইরিস-টি সিস্টেমের জন্য ৩০,০০০ গোলাবারুদও রয়েছে। তবে জার্মানি গত এপ্রিল মাসে তৃতীয় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর যে ঘোষণা করেছিল, সেটি হস্তান্তরের দিনক্ষণ এখনো জানা যায় নি। উল্লেখ্য, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে ইউক্রেন সহযোগীদের কাছ থেকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে।
কার্যক্ষেত্রে ইউক্রেনের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া সে দেশের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার বন্দর শহর ওডেসার উপর ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের সংখ্যা বাড়ছে। শহরের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে জানান, কমপক্ষে চার জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। খারকিভ শহরের উপরেও আবার হামলা চালিয়েছে রাশিয়া। সূত্র : ডয়চে ভেলে।