মামাতো ভাইদের লাঠির আঘাতে ফুফাতো ভাই নিহত

0

ঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে ফুফাতো ভাই শরিফুল ইসলাম বাটুল (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল ওই গ্রামের মৃত তারাচাঁদ মন্ডলের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here