চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে গতকাল বুধবারই বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেন।
জানা গেছে তারা অখণ্ড ইউরোপের ঐক্যের বার্তা দিতেই বেইজিংয়ে গেছেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগে চীনা প্রেসিডেন্টকে উদ্বুদ্ধ করবেন উরসুল ও ম্যাক্রোঁ। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের ব্যবসা বাণিজ্যের পথ আরও সুগম করার বিষয়ও প্রাধান্য পাবে এই সফরে।
জানা গেছে, ইউক্রেন ইস্যুতে চীনের দেওয়া শান্তি প্রস্তাবের বেশ কিছু জায়গায় একমত হতে পেরেছেন ফরাসি প্রেসিডেন্ট। এলিসি প্রাসাদ মনে করছে, যুদ্ধ বন্ধে এই প্রস্তাব কার্যকর কিছু করতে পারে। যদিও উরসুলার বিরুদ্ধে আছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তোষণের অভিযোগ।
রাশিয়ার পক্ষ নেওয়ায় ইউরোপীয় কমিশনের প্রধান বরাবরই জিনপিংয়ের কড়া সমালোচনা করে আসছেন। বারোটি বিশেষ পয়েন্ট সম্পন্ন চীনের শান্তি পরিকল্পনাকেও উরসুলা অগ্রহযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
তাই এই সফর কতোটা কার্যকর ও ফলপ্রসূ হবে সে নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
সূত্র: বিবিসি