কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। নিহতরা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।
সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রো সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী একটি বাস মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোতে থাকা লোকজন বেশি হতাহত হয়েছেন।