তীব্র তাপদহে ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউটের আট শিক্ষার্থী ও কালীগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থীসহ মোট ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় সোমবার ৪টায় ছুটির নির্দেশনা থাকলেও সাড়ে ৩টায় বিদ্যালয় দু’টিতে ছুটি ঘোষণা করা হয়।
অন্যদিকে, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করে।