মিথ্যা ঘোষণায় আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি মাছ জব্দ

0

মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি মাছ আমদানি করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে কাস্টমস জানায়। 

পন্য চালনটির আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার বুলবুল ট্রেডার্স এবং খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং কর্পোরেশন। 

বেনাপোল কাস্টমস কমিশনার মো: আব্দুল হাকিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারত থেকে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশী করে ঘোষণা অতিরিক্ত ১১ প্যাকেজে ৪৭০ কেজি বড় আকারের চিংড়ি মাছ জব্দ করা হয়। আমদানিকারকের বিন লক করা হবে এবং সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here