সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

0

সিঙ্গাপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি (বিআইএমটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় সিঙ্গাপুরের ল্যাব্রাডর পার্কে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিঙ্গাপুরে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি পরিবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

২০০৬ সালের গোড়ার দিকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির প্রাক্তন ছাত্রদের দ্বারা তৈরিকৃত সংগঠন বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটি সিঙ্গাপুরে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যকার সুসম্পর্ক স্থাপন এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে বিদেশের মাটিতে সংরক্ষণ করার দায়িত্ব হাতে নেয়।

বৈশাখের আয়োজনের শুরুতেই ছিল বাঙালির প্রাণের খাবার বৈশাখের মূল আকর্ষণ পান্তা ইলিশ। এ ছাড়া ছিল নানারকম দেশীয় খাবারের আয়োজন। দিনব্যাপী জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সিঙ্গাপুরের প্রবাসীদের নিয়ে গঠিত মাইগ্রেন্ট ব্র্যান্ডের শিল্পীদের পরিবেশনায় গান, স্থানীয় শিল্পীদের কণ্ঠে গান এবং নিত্য পরিবেশনা।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান বলেন, প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে বাংলাদেশে। সেই আদলেই আমরা চেষ্টা করেছি আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতিতে চর্চা করুক। বিশ্বের দরবারে আমাদের লাল সবুজের পতাকাকে তুলে ধরুক।

দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমন করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম-এমনটাই প্রত্যাশা সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here