কোন ত্বকে কেমন ধরনের প্রসাধনী

0

ত্বকের ধরন ও সমস্যা যা-ই হোক, বয়স যতই হোক, রূপ রুটিনে এদের ব্যবহারও অনেক। তাই জেনে রাখা ভালো- কোন ত্বকে কেমন ধরনের প্রসাধনী বেশি কার্যকর।

মাইল্ড জেল বেসড ক্লিনজার সব বয়সে, সব ধরনের ত্বকের জন্য বেশ কার্যকরী।

অবশ্যই মাইল্ড স্ক্রাব, যার বিডস গোলাকার এবং মসৃণ। খুঁজতে অসুবিধা হলে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করুন।

এখন বেশির ভাগ সানস্ক্রিনেই ময়েশ্চারাইজার দেওয়া থাকে। তাই যে কোনো একটায় ইনভেস্ট করতে চাইলে অবশ্যই সানস্ক্রিন কিনুন। জেল বেসড এবং এসপিএফ অন্তত ৩৫ হতে হবে।

রাতের রূপচর্চায় একটা নারিশিং ময়েশ্চারাইজার অবশ্যই রাখুন।

আন্ডারআই সংক্রান্ত সমস্যা না থাকলেও ব্যবহার করুন আই ক্রিম।

ত্বকে নির্জীবতা বা পিগমেন্টেশনের মতো বিশেষ সমস্যা থাকলে, সেরাম আবশ্যক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here