বগুড়ায় বীজ ও সার বিতরণ

0

বগুড়ার ধুনটে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ মজিবর রহমান মজনু।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, এমপি পত্নী শিল্পী রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌর দত্ত, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাজেদুল করিম, জুয়েল হোসেন, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা, সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here