অভিনয়ে আসার আগে কোন পেশায় ছিলেন পরিণীতি?

0

এখন আর শুধু অভিনেত্রী নন পরিণীতি চোপড়া। কাজ করছেন গায়িকা হিসেবেও। সঙ্গে তিনি আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার স্ত্রী। তবে অভিনয়ে আসার আগে কী কাজ করতেন পরিণীতি?

ইমতিয়াজ আলির পরিচালনায় অমর সিং চামকিলায় অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরুর দিনগুলো ভাগ করে নিলেন অভিনেত্রী। রাজ শামানির সঙ্গে পডকাস্টে তাকে ভাগ করে নিতে দেখা যায়, ওয়াইআরএফ-এর মার্কেটিং এবং পিআর বিভাগে একজন ইন্টার্ন হিসেবে তিনি শুরু করেছিলেন ক্যারিয়ার।

তিনি আরও ভাগ করে নেন, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলেব্রিটি সাক্ষাৎকারে ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন।

যশরাজ ফিল্মসের সঙ্গে দেড় বছর কাজের পর, সেই চাকরি ছেড়ে দেন তিনি। তবে একদিন হঠাৎই তার কাছে একটি ফোন আসে আদিত্য চোপড়ার কাছ থেকে। যা তার ক্যারিয়ার আর জীবন দুটোই বদলে দেয়। 

পরিণীতি বলেন, “চাকরি ছাড়ার কয়েকদিন পর, আমি আদির কাছ থেকে একটি ফোন পাই। তখন তো আমি অবাক, ও আমাকে কেন ফোন করছে।”

ফোনে আদিত্য সেই সময় পরিণীতিকে যশরাজের সঙ্গে তিনটি সিনেমার চুক্তিতে স্বাক্ষর করানোর কথা বলেছিলেন। কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে তার অডিশনের ভিডিও পছন্দ হয়েছিল আদিত্য চোপড়ার। এর এক মাস পর লেডিজ ভার্সেস রিকি বাহেল-এর অফার পান। 

এরপর প্রায় ১১ বছর যশরাজের নায়িকা হিসেবে কাজ করেন পরিণীতি। ইশকজাদে, হাসি তো ফাসি, মেরি প্যায়ারি বিন্দু’র মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here