ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান। দেশটির সাবেক ক্রিকেটারের মতে, জাতীয় দলে এখনও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি এই অলরাউন্ডার। তাই ভারতের টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে পান্ডিয়াকে খুব বেশি প্রাধান্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরফান।
আইপিএলের আগের দুই আসরে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব দিয়ে নজর কাড়েন পান্ডিয়া। তার অধিনায়কত্বে ২০২২ সালে টুর্নামেন্টে নিজেদের প্রথম আসরেই শিরোপা জেতে গুজরাট টাইটান্স। গতবার হয় রানার্স আপ। এবারের আইপিএল শুরুর আগে পান্ডিয়াকে দলে ফিরিয়ে অধিনায়কত্ব দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয় আলোচনা-সমালোচনা, যা চলছে এখনও। তার নেতৃত্বে টুর্নামেন্টে সময়টাও ভীষণ খারাপ কাটছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৯ ম্যাচে ৩ জয়ে নবম স্থানে আছে দলটি।
ইরফান বোলেণ, “হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার ভাবনা হলো, ভারতীয় ক্রিকেটের পরিষ্কার করে দেওয়া উচিত যে, এতদিন পর্যন্ত তাকে যতটা প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা আর দেওয়া হবে না। কারণ আমরা এখনও বিশ্বকাপ জিততে পারিনি।”
তিনি আরও জানান, “আপনি যদি নিজেকে মূলত অলরাউন্ডার মনে করেন, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে তার প্রভাব রাখতে হবে। অলরাউন্ডার হিসেবে সে আন্তর্জাতিক পর্যায়ে তেমন প্রভাব ফেলতে পারেনি, আমরা শুধু সম্ভাবনা নিয়েই ভাবছি। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্সের মধ্যে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। এটা বড় একটি পার্থক্য।”
এখন পর্যন্ত ভারতের হয়ে ৯২ টি-টোয়েন্টি খেলে পান্ডিয়া রান করেছেন এক হাজার ৩৪৮, ব্যাটিং গড় ২৫.৪৩ ও স্ট্রাইক রেট ১৩৯.৮৩। উইকেট নিয়েছেন তিনি ৭৩টি। ওয়ানডেতে ৮৬ ম্যাচে এক হাজার ৭৬৯ রান করেছেন ৩৪ গড়ে। এই সংস্করণে তার প্রাপ্তি ৮৪ উইকেট। সাদা বলের সংস্করণে সেঞ্চুরি নেই একটিও, ফিফটি আছে ১৪টি। ১১ টেস্টের ক্যারিয়ারে এক সেঞ্চুরিতে রান ৫৩২, উইকেট ১৭টি।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন পান্ডিয়া। ফেব্রুয়ারিতে ডিওয়াই পাটিল টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি। গত মাসে জাতীয় দলের প্রতি এই অলরাউন্ডারের নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন দেশটির সাবেক পেসার প্রাভিন কুমার। একই সঙ্গে বিসিসিআইয়ের বিরুদ্ধে অন্যদের তুলনায় পান্ডিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ইরফান এবার বললেন, আইসিসি টুর্নামেন্ট জিততে হলে একজনকে বেশি প্রাধান্য দেওয়া বন্ধ করতে হবে বিসিসিআইকে।
টার মতে, “প্রথমত, তাকে পুরো বছর খেলতে হবে। বাছাই করে খেলতে পারবে না। ভারতীয় ক্রিকেটকে এটা বন্ধ করতে হবে। কোনো একজনকে অগ্রাধিকার দেওয়া বন্ধ করতে হবে। এমন করলে বড় টুর্নামেন্ট জেতা সম্ভব নয়। অস্ট্রেলিয়া অনেক বছর ধরে যা করে আসছে সেটা হলো, তারা দলগত খেলাকে প্রাধান্য দিচ্ছে। সবাইকে মহাতারকা বানাচ্ছে। তাদের স্কোয়াডের সবাই মহাতারকা, একজন নয়। এমনটা না করলে বড় টুর্নামেন্ট জেতা যাবে না।”
আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা ৯ জুন।