খাগড়াছড়িতে বন জরিপে অবহিতকরণ সভা

0

খাগড়াছড়িতে আগামী মে মাসে ২য় বৃক্ষ ও বন জরিপ শুরু করার লক্ষে রবিবার দুপুরে পর্যটন মডেলের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, নানাভাবে এখানে নির্বিচারে বন-জঙ্গল উজার করা হচ্ছে। নতুন প্রজন্মকে বাঁচাতে ও স্মার্ট বাংলাদেশে তৈরি করতে সরকারের পাশাপাশি সকল নাগরিককে সচেতন হওয়ার পরার্মশ দেন তিনি। 

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য নীলেৎপল খীসা। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছাড়ি বন বিভাগের বিভাগীয় র্কমর্কতা মো. ফরিদ মিঞা। সভায় জরিপের মূল র্কাযক্রমের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালযের ফরেস্টি বিভাগের চেয়ারম্যান নিখিল চাকমা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব শাহেদুজ্জামান, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান , পুলিশ সুপার মুক্তা ধর , পৌর মেয়র র্নিমলেন্দু চৌধুরী । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here