ইরান সরকারের দুর্নীতিসহ নানা রকম সমালোচনা করে গান করায় জনপ্রিয় র্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ জারি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ এ তথ্য জানিয়েছেন তোমাজ সালেহির আইনজীবী আমির রেসিয়ান। তবে রাষ্ট্রপক্ষের কেউ এই মৃত্যুদণ্ড নিয়ে মুখ খোলেননি।
ইরানজুড়ে যখন আন্দোলন হচ্ছিল, তখন ৩৩ বছর বয়সী তোমাজ সালেহি দেশের দুর্নীতি, শাসনব্যবস্থা, সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন।