রাঙ্গামাটিতে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার

0

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচাঁলং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম জয়ন্তী চাকমা কৃষ্ণা (৮)। সে সাজেক গঙ্গারাম এলাকা মিসন চাকমার মেয়ে ও গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, শনিবার দুপুর ২টায় মায়ের সঙ্গে কাচাঁলং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় কৃষ্ণা। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার ভোরে মরদেহ নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) শিরীন আক্তার শিশু জয়ন্তীর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here