সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটি এখন বাংলাদেশের একটি প্রথম সারির বীমা কোম্পানি। কিন্তু মানুষের আস্থাকে পুঁজি করে যারা অবৈধ কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।
সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।
সোনালী লাইফের সাবেক চেয়ারম্যান মুস্তফা গোলাম কুদ্দুস বলেন, সাবেক সিইও মীর রাশেদ বিন আমান সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রদত্ত অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম মূল্য পরিশোধ হিসেবে দেখিয়েছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক।