রাশিয়ায় সন্ত্রাসী আক্রমণের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছেন। যদিও নিজের বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন, ‘আমাদের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, সাংবাদিক, পাবলিক ফিগার, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রতিনিয়ত সন্ত্রাসী আক্রমণ চালানো হচ্ছে। এসব অন্তর্ঘাত এবং সন্ত্রাসী আক্রমণে তৃতীয়পক্ষ পশ্চিমা গোয়েন্দারা জড়িত বলে বিশ্বাস করার যথেষ্ঠ কারণ রয়েছে।’