বাগাতিপাড়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল

0

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় ব্রিজের পাইলের মাটি সরে যাওয়ায় এবং ক্যাপ থেকে একটি পাইল বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। ফলে ভারী যানবাহন চলাচলে দুর্ঘটনার আশংকা রয়েছে। ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। 

স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে এক সময়ের খরস্রোতা বড়াল নদি একেবারে শুকিয়ে গেছে। ফলে ব্রিজের নিচের পাইলের অংশ সবার নজরে এসেছে। ব্রিজের চারটি পিলারের মাঝখানের একটি পিলারের গোড়ার পাইলগুলোর মাটি সরে গেছে। অন্যগুলো ঠিকঠাক থাকলেও একটি পিলারের পাইলে এই সমস্যা দেখা দিয়েছে। ভারি যানবাহন চলাচলের সময় ওই স্থানে ব্রিজটি অনেকটা দোল খায়। ফলে যে কোন সময় বড় দুর্ঘটনার আশংকা তাদের।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here