ইলিয়ানা ডি’ক্রুজ, ভারতের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি বেশ আলোচনায় উঠে আসেন তিনি। এর নেপথ্যের কারণ বিয়ের আগেই তার অন্তঃসত্ত্বা ও সন্তান জন্ম দেওয়ার ঘটনা।
গত বছরের আগস্টে মা হন ইলিয়ানা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিলেও বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী। প্রচারের আলো থেকে নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তাই অভিনেত্রী কখন সম্পর্কে জড়ালেন কিংবা আদৌ বিয়ে করেছেন কি না, তা নিয়ে দীর্ঘদিন অন্ধকারেই ছিলেন অনুরাগীরা।
বর্তমানে চুটিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। পুত্রসন্তানের মা হযেছেন তিনি। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ও শুরু করেছেন। সম্প্রতি ‘দো আউর দো পেয়ার’ ছবিতে অভিনয় করছেন, যা এর মধ্যেই দর্শকের নজর কেড়েছে।
ইলিয়ানা জানিয়েছেন, যেকোনও পরিস্থিতিতে তার পাশে থাকেন ডোলান। একমাত্র ভালোবাসাই তার একনিষ্ঠ সমর্থক, অভিনেত্রীর কথার প্রতিটি ছত্রে তা স্পষ্ট।