ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় শিক্ষার্থীদের ওপর চড়াও হয় মার্কিন পুলিশ। এসময় এক নারী অধ্যাপককেও মাটিতে ঠেসে ধরে হাতকড়া পরিয়েছে পুলিশ কর্মকর্তারা।
ওই ঘটনার একটি ভিডিও রেকর্ড করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এমোরি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ক্যারোলাইন ফোলিন পুলিশের হাতে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে যান। এসময় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা তার ওপর চড়াও হন এবং চোখের পলকেই তাঁকে মাটিতে শুইয়ে ফেলেন। একপর্যায়ে অপর এক পুলিশ কর্মকর্তা এসে অধ্যাপক ফোলিনকে চেপে ধরে তার বুকের নিচে চাপা পড়ে থাকা হাতটি বের করে এনে দুই হাতই পিছমোড়া করেন এবং হাতকড়া পরিয়ে দেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে দুই শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।