ভালুকায় যুবলীগের উদ্যােগে পানি ও খাবার সেলাইন বিতরণ করা হয়েছে। দেশব্যাপী তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, বদরুল ইসলাম, মাজহারুল ইসলাম, জুবায়ের রাজু, আল আমিন, জহিরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীব বলেন, দেশব্যাপী তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করি। এ তাপদাহে সর্বসাধারণের জন্য আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।