দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের ব্লুমেন্যু শহরের একটি ডে-কেয়ার সেন্টারে এক ব্যক্তি কুড়াল নিয়ে হামলা চালিয়েছে। এতে চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর চারশিশু।
বুধবার এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২৫ বছর। দেয়াল টপকে তিনি ডে-কেয়ার সেন্টারে প্রবেশ করে আক্রমণ করে। নিহত চারশিশুর মধ্যে তিনজন ছেলে আর একজন মেয়ে।
নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। গভর্নর জর্জিনহো মেলোও শোক প্রকাশ করেছেন। সূত্র: সিএনএন