১ জুন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার আগে আগামী ১ মে-এর মধ্যে আইসিসির কাছে দল জমা দিতে হবে অংশ নিতে যাওয়া সবগুলো ক্রিকেট বোর্ডকে। তবে সবার নজর যেন আটকে গেছে গতবারের ফাইনালিস্ট পাকিস্তান দলের দিকে। বিশেষ করে অবসর ভেঙে ফেরা দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা সে নিয়ে চলছে আলোচনার ঝড়।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস নিজের মতো একটি দল তৈরি করেছেন। যেখানে আমির-ইমাদ দু’জনকেই রেখেছেন তিনি। পেস বোলিং ইউনিটে আমিরের সঙ্গে রেখেছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে। চোট কাটিয়ে ফিরলে স্কোয়াডে দেখতে চান হারিস রউফকে। তবে চলমান নিউজিল্যান্ড সিরিজে খেলা আব্বাস আফ্রিদি ও জামান খানকে রাখেননি ওয়াকার।
ওয়াকারেরর বেছে নেওয়া পাকিস্তানের ১৫ সদস্যের সম্ভাব্য দল :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফখর জামান, সাইম আইয়ুব, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, উসামা মীর, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।