দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক এবং চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক গোলাম রাব্বি ও সহকারী রেজওয়ান। দুজনই জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার সকাল ৭টায় উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।