গাজীপুরের কালিয়াকৈরে তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাতে উপস্থিত হয়েছিলেন প্রায় ৪ শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার মৌচাক কারুল সুরিচালা জিসকার লাল মাঠে বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়। বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ সালাতুল ইসতিসকারে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কারুল সুরিচালা জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলহাজ্ব আব্দুল আওয়াল।
তিনি আরও বলেন, সালাতুল ইসতিসকার নামাজ পর পর তিন দিন আদায় করতে হয়। তাই স্থানীয় মুসল্লিদের সাথে আলোচনা করে আগামী দুইদিন এই একই স্থানে সালাতুল ইস্তিসকারনামায় আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।