আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ৯৪ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। সাকিবের নাকি চাওয়া ছিল দ্রুততম সেঞ্চুরি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সকালে এসেছিলাম তাড়াহুড়ো করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি কর। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।’
কারণ এখন আমরা তো বেশি ভালো দলগুলোর বিপক্ষে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টা টেস্ট খেলতে হবে, এতোগুলো টেস্ট খেলা সহজ কথা না। এর মাঝে আমাদের একটা ভালো দল হবে, এই বিশ্বাস আছে বলে জানান বিসিবি সভাপতি।
উল্লেখ্য, মিরপুর টেস্টে বাংলাদেশের ১৫৫ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনশেষে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে আইরিশরা। ইনিংস পরাজয় এড়াতে হলে আরও ১২৮ রান করতে হবে তাদের।