তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় রংপুরের বিভিন্নস্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। বৃহস্পতিবার রংপুর নগরীর জুুম্মাপাড়া আলহেরা ইন্সটিটিউট, বদরগঞ্জের সরকারি কলেজ মাঠ, কাউনিয় উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে সবাই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন। এতে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের আগেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় মুসল্লিরা।
মাওলানা মো: শফিউল আজম বলেন, অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই মুহূর্তে বৃষ্টির পানির ভীষণ প্রয়োজন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির পানি চেয়ে ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।