সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রায়পুর পৌর শহরে আশ্রাফগঞ্জ বাজার ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৪ শতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ পড়তে আসা আইনজীবী কামাল উদ্দিন বলেন, সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা। কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।