ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ও সক্রিয় আঞ্চলিক সংগঠন গাজীপুর জেলা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অভারভিলিয়ে এলাকার বটতলা রেস্টুরেন্টের হল রুমে গাজীপুর জেলা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে ফারুক খান সভাপতি ও আমিনুল ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হোসেন বকুল, সহ সভাপতি কাউসার মোড়ল, আমিনুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন খন্দকার, ইয়াসিন হক, আবুল বাশার, সোহেল দর্জি রতন, সোহাগ সারোয়ার প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি নাসির উদ্দিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সংগঠনের সহ সভাপতি কাওসার মোড়লের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকারের পরিচালনায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী।