শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবশীষ, সম্পাদক মেরাজ

0

দেবাশীষ ভট্রাচার্যকে সভাপতি ও মো. মেরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শেরপুর প্রেসক্লাবের ৩১ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দেবাশীষ বিটিভি ও দৈনিক সমকাল পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি। আর মেরাজ কর্মরত আছেন ইনডিপেনডেন্ট টিভি ও বাংলা ইনসাইডারে।

বুধবার বিকেলে শেরপুরের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।

আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা উপদেষ্টা পরিষদ গঠন করে। পরে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদের কাছে কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। উপদেষ্টারা সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন। উপদেষ্টা পরিষদ সন্ধ্যার আগে ওই কমিটি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here