ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

0

বৃষ্টির জন্য কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চাইলেন ঠাকুরগাঁওয়ে বিশেষ নামাজ আদায় করতে আসা শতশত মুসল্লিরা।

বৃহস্পতিবার সকালে তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির আশায় শহরের সালান্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকায় কয়েকশ মুসল্লি অংশ নেন।

নামাজ আদায় করতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। রোদে দুই মিনিট থাকা যায় না। শরীর ঝলসে যাওয়ার মতন অবস্থা। আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম। যদি আল্লাহ আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে।

সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা বলেন, সারাদেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে। আমাদের জেলায়ও অস্বস্তি পর্যায়ে চলে গেছে। আমাদের গুনাহর ফসল এসব। আমরা বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন।

বিশেষ এই নামাজে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম ও মোনাজাত পরিচালনা করেন ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here