এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

0

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ দফায় বিশ্বের ১৯ জন সেরা ক্রিকেটারকে আজীবন সম্মাননা দিয়েছে এমসিসি, তাদের একজন মাশরাফি। বুধবার এমসিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মাশরাফির আগে ২০০৩ সালে এই ক্যাটাগরিতেই সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী।

১৯ জনের তালিকায় সবচেয়ে বেশি পাঁচজন রয়েছে ভারতের। এর মধ্যে দুই নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ আছেন। এছাড়া পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ হাফিজ।

আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন-

মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড), যুবরাজ সিং (ভারত), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা) এবং রস টেলর (নিউজিল্যান্ড)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here