সিডনির ওয়ালি পার্কে বাঙ্গালীর প্রাণের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল (রবিবার) টাবু সঞ্জয়ের সর্বিক পরিচালনায় ড্রিম কী রিয়েলিটির পৃষ্ঠপোষকতায়, ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ও এনারগন অস্ট্রেলিয়ার সহযোগিতায় এ আয়োজন করা হয়।
মেলায় দিনব্যাপী ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ২০টির বেশি কাপড়ের দোকান, ১৫টির বেশি বাহারি দেশীয় খাবারের দোকানসহ ছিল বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডের সুবিধা। মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে বৈশাখের এমন আয়োজন সত্যিই মুগ্ধকর।