ফিলিপাইনের পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প হয় বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, লুজোনের প্রধান দ্বীপের কাতান্ডুয়ানেস দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার রাত ৯ টার দিকে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে।
সূত্র: এনডিটিভি