পলাতক শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয় মালয়েশিয়ায় মারা গেছেন। তিন দিন আগে তিনি সেখানে মারা যান বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে জয় কিডনি রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, তানভীর ইসলাম জয় ১৯৯০-এর দশকে বাংলাদেশে পুলিশি অভিযানের সময় হাওয়ায় মিলিয়ে যায়। মোহাম্মদপুর, ধানমন্ডি এবং হাজারীবাগ অঞ্চলের ব্যবসায়ীদের রক্ত হিম করে দিতে জয়ের একটি ফোন কলই যথেষ্ট ছিল। তার লক্ষ্য থাকত মূলত ক্যাবল টিভি ব্যবসায়ী, রিয়েল এস্টেট দালাল এবং শপিং কমপ্লেক্সগুলো।
এসবের মালিকদের কাছে থেকে হুমকি দিয়ে কয়েক লক্ষ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত চাঁদা চাওয়া হতো। চাঁদা দিতে বাধ্য করার জন্য তার লোকজনকে পাঠাতো ভয়ভীতি দেখাতে। কিন্তু কেউ যদি টাকা না দিত তাহলে ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করা হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তানভীর ইসলাম জয়কে ২০০১ সালের ২৭ ডিসেম্বর মোস্ট ওয়ান্টেড অপরাধী ঘোষণা করে।
বিস্তারিত আসছে…