চাঁদপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

0

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চাঁদপুরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র বড় স্টেশন মোলহেড এলাকার বঙ্গবন্ধু পার্ক। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও পর্যটকদের নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থাপনা সংকটের কথা জানিয়েছেন বিনোদনপ্রেমিরা। 

তবে যেকোন ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ কর্মকর্তা। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে চাঁদপুর রিসোর্ট, বাবুরহাট ফাইভ স্টার পার্ক এন্ড কমিউনিটি সেন্টার, মহামায়া কৃতিকুঞ্জ পার্ক, বাকিলা ও শাহারাস্তি পার্ক অন্যতম।

চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তায় বিনোদন কেন্দ্রগুলোতে সাদা পোষাকে পুলিশ ও টহল টিম বিশেষ ব্যবস্থায় কাজ করছেন। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আশা করি সামনেও ঘটবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here