দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চিরিরবন্দরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিষ্ট চন্দ্র রায় নিহত এবং নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। নিহত বিষ্ট চন্দ্র রায় (৬৫) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত গর্য চন্দ্র রায়ের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরের বালুপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরের বালুপাড়া নামক স্থানে দ্রুতগামী পিকআপ ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিষ্ট চন্দ্র রায় নিহত এবং নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। এসময় স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সংবাদ পেয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্যামল রায় ঘটনাস্থলে পৌঁছে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।