বেলজিয়ামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এসব জামাতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ঈদের জামাত শেষে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, বাংলাদেশ কমিউনিটির নেতারা ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।