ঈদ উৎসবকে ঘিরে ইশো’র আয়োজন

0

রমজান মাসের আনন্দ বাড়িয়ে তুলতে মেগা ঈদ সেলের আয়োজন করেছে ইশো। সব ধরনের কালেকশন ও পণ্যে থাকছে ২৫% পর্যন্ত ছাড়। ৫ এপ্রিল থেকে এই সেল শুরু হচ্ছে। ২২ এপ্রিল পর্যন্ত চলবে ইশো’র ঈদ সেল। তাই সবাই নিজের পরিবার ও বন্ধুদের জন্য উপহার কেনার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন।

সম্প্রতি একটি হাউ-টু ভিডিও সিরিজও প্রচার করা শুরু করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে এই রমজান মাসে নিজের লিভিং, ডাইনিং ও বেডরুম স্পেসকে নতুন করে সাজিয়ে তোলার জন্য যথেষ্ট অনুপ্রেরণা পাবেন দর্শকরা। ক্রেতাদের কেনাকাটাকে সহজ করে তোলার জন্য এই ভিডিওগুলোতে ইশো’র সব ক্যাটাগরির পণ্যকে তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে আছে নতুন মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন এবং ইশো’র বৈচিত্র্যময় লাইফস্টাইল অ্যাক্সেসরিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here